কাহারোলে নারী পুরুষের সমতা নারী অধিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্রষক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
রশিদুল ইসলাম টিপু, দিনাজপুর প্রতিনিধিঃ
কাহারোলে নারী পুরুষের সমতা নারী অধিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্রষক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় মানব কল্যাণ পরিষদ এম কে পি নারী অধিকার অন্তভূক্তি মুলক সুশাসন শক্তিশালী করনে তরুন সমাজ যুক্ত প্রকল্প এর আওতায় নারী পুরুষের সমতা নারী অধিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ে শুরুতেই প্রশিক্ষণ দান করেন. নেটজ বাংলাদেশ প্রোগ্রাম অফিসার সারা খাতুন.প্রকল্প সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন খান.এলাকা সমন্বয়কারী মোঃ ইয়াসিন আলী।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দান করেন স্কুল ফ্যাসিলিটেটর মোছাঃ আসমা আক্তার.এসময় কো ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মালেক.রতন দাস.বিলকিস বানু সহ এস পি গন।
এছারাও ৩০ জন করে শিক্ষার্থী ফোরামের সদস্যদের অংশ গ্রহনে ১২/১৩ এপ্রিল মুকুন্দপুর ইউনিয়নে জগনাথপুর উচ্চ বিদ্যালয়. ২ নং ইউপির ১১/১২ মে -বনড়া উচ্চ বিদ্যালয় ৫নং ইউপির ১৮/১৯ মে- পুর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় ৪নং ইউপির ২৩/২৪ মে-পশ্চিম মল্লিকপুর উচ্চ বিদ্যালয় ৬ নং ইউপির ২৫/২৬ মে-ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জগনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম.বনড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার রায়.পুর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম.পশ্চিম মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায়.ঈশানপুর এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী প্রমুখ।