কোটচাঁদপুরে জাহাঙ্গীর হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রয়েল কারাগারে
মাটি ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনকে মারপিট করে হাত-পা ভেঙ্গে দেওয়া ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রয়েল কে কারাগারে পাঠিয়েছে আদালত।
নির্ভর যোগ্য সুত্রে জানাযায়, হত্যা চেষ্টা মামলার আসামি তোয়াজ গং উচ্চ আদালত থেকে অভ্যন্তরীণ জামিনে ছিলো। জামিনের মেয়াদ শেষ হলে নিন্ম আদালতে হজির হয় জামিন প্রার্থনা করলে গতকাল সোমবার কোর্ট আসামি রয়লের জামিন না মুঞ্জর করে কারাগারে পাঠায়। এর আগে পুলিশ ও গণমাধ্যম কর্মীকে মারপিট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
উল্লেখ্য, পুকুর কাটার জন্য মাটি বিক্রির চুক্তি হয় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের। ওই সময় টাকাও দেন তাদের। তবে মাটি কাটার আগেই বৃষ্টি শুরু হয়। এতে করে পুকুর খনন না করে ভেকু নিয়ে চলে যান তারা । চুক্তি অনুযায়ী এ বছর মাটি কাটার কথা তাদের। রবিবার পুকুর দেখতে আসেন জাহাঙ্গীর হোসেন। ওই সময় দেখতে পান তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবারের লোকজন ভেকু নামিয়ে পুকুরের মাটি কাটছে। বিষয়টি নিয়ে বাক-বিতন্ডতা হয় উভয়ের মধ্যে। এক পর্যায়ে তারা জাহাঙ্গীর হোসেনকে মারতে থাকে।
২০২১ সালের প্রথম দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কোটচাঁদপুর থানা পুলিশের সঙ্গে বাক -বিতন্ডতায় জড়ান তোয়াজ উদ্দিন ও তাঁর পরিবার। পরে পুলিশের গায়ে হাতও তোলেন তারা। এছাড়া গেল ৩০ ডিসেম্বর তাদের একটা বিবাদমান জমি নিয়ে সংবাদ সংগ্রহে গেলে হামলার শিকার হন গণমাধ্যম কর্মী রমজান খান।
উল্টো রমজান খানের বিরুদ্ধে একটা চাঁদাবাজির অভিযোগ করেছেন থানায়।