দিনাজপুরের কাহারোলে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
রশিদুল ইসলাম টিপু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোলে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
দিনাজপুরের কাহারোল উপজেলায় এল.এস.ডি খাদ্য গুদাম কর্তৃক আয়োজিত অভ্যন্তরীণ বোরো ধান ও চাল উদ্বোধন করা হয়। ২১মে শনিবার বিকেল সাড়ে ৫ টার সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার, এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ. কাহারোল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল, ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুজ্জামান সরকার (লিমন), ২নং রসুলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।
শেষে সহকারি ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নিত্যানন্দ রায় জানান কাহারোল উপজেলায় ইরি বোরো ধান ৭৪১মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা দরে এবং চাল ১০৫৮ মেট্রিক টন ৪০টাকা দরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।