খেলাধুলা

দেশে ফিরলেন সাকিব, খেলবেন শ্রীলঙ্কা সিরিজে

বড় মেয়েকে নিয়ে কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সাকিব আল হাসান আজ বুধবার (২০ এপ্রিল) দেশে ফিরেছেন তিনি। অংশ নেবেন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে, যেখানে তিনি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজেও অংশ নেবেন বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজে তার অংশগ্রহণ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘একদম হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া, এক ঘণ্টার ভেতরে। ভাবলাম যেহেতু খেলার একটা সুযোগ আছে, আর সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ। এখন কয়েকটা ম্যাচ খেললে ভালো প্রস্তুতি হবে। যেহেতু প্রায় এক মাসের মত হয়ে গেছে ক্রিকেট খেলিনি। এই চার ম্যাচ খেললে খেলার মধ্যে আসার সুযোগ হবে।’

শ্রীলঙ্কা সফর তিনি খেলবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ! সন্দেহের অবকাশ ছিল বলে তো মনে হয় না। কোনো ইমারজেন্সি থাকলে সেটা অন্য জিনিস। হ্যাঁ, অবশ্যই খেলব যদি সুস্থ থাকি।’ যদিও সাকিবকে দলভুক্ত করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে। এবার সাকিব মোহামেডানের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি বলেই অন্য দলের হয়ে খেলার সুযোগ সৃষ্টি হয়েছে। আর শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবেই সেই সুযোগ কাজে লাগাতে চান তিনি।

পরিবারের দুঃসময় কাটিয়ে ওঠে সাকিবের পূর্ণ মনোযোগ এখন ক্রিকেটে। তিনি আরও জানান, ‘এখন অবশ্যই একটু ভালো বোধ করছি। ক্রিকেটে এখন মনোযোগ রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে সব ম্যাচ যেন খেলতে পারি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button