বিনোদন
ওমরাহ পালনে সৌদি আরব গেলেন চিত্রনায়ক রুবেল
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকা থেকে সৌদি আরবে যাত্রা করেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল। তিনি বলেন, গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি। ওমরাহ শেষে সপ্তাহখানেক পর রুবেল দেশে ফিরবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছর ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন রুবেল। তিনি সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন। কিন্তু তিনি শপথ না নিয়ে তার পদটি সহসভাপতি পদে হেরে যাওয়া চিত্রনায়ক রিয়াজকে দিয়ে দেবেন বলেন জানান। কিন্তু ঘোষণা দিলেও এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি এই নায়ক।