পাকিস্তানের হারে বাংলাদেশের লাভ, র্যাংকিংয়ে ৬ নম্বরে
প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হারে লাভ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে টপকে ওয়ানডে র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে গেছে টাইগাররা। এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ ছয়ে উঠেছিল। পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরুর আগে পাকিস্তানের রেটিং ছিল ৯৩। লাহোরে প্রথম ম্যাচ হেরে পাকিস্তান হারিয়েছে দশমিক ৫০ পয়েন্ট। ৩৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩.০৬। ২৮ ম্যাচ খেলা পাকিস্তানের রেটিং পয়েন্টও ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় তাদেরকে টপকে গেছে বাংলাদেশ।
রেটিং পয়েন্ট বেড়েছে অস্ট্রেলিয়ার। তাদের রেটিং পয়েন্ট এক বেড়ে হয়েছে ১১৭। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১২১ আর দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১১৯। অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার তিন নম্বরে। ১১০ পয়েন্ট নিয়ে চারে ভারত। ১০২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে দক্ষিণ আফ্রিকা।