আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত

ডিআরসিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে মোতায়েন করা একটি পাকিস্তানি হেলিকপ্টার আটজন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। কঙ্গোর সেনাবাহিনী বলছে, দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীরা বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার কঙ্গোর সামরিক বাহিনী জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) বিদ্রোহীরা জাতিসংঘের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।

উত্তর কিভু প্রদেশের সামরিক গভর্নরের মুখপাত্র জেনারেল সিলভাইন একেনগে এক বিবৃতিতে বলেছেন, হেলিকপ্টারটি ২৩ মার্চ বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় নেমে আসে। কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে গিয়েছিলেন তারা। নিহতদের মধ্যে পাকিস্তানের ৬ জন ক্রু সদস্য ছিলেন। বাকি দু’জন রাশিয়া ও সার্বিয়ার সামরিক বাহিনীর সদস্য। দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button