খেলাধুলা

ঢাকায় পৌঁছেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরো আগে, ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে, এতদিন এই অনুষ্ঠান আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ২৯ মার্চ, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- শীর্ষক কনসার্ট। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেশষ করবেন ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।
‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ – শীর্ষক কনসার্টে গান গাওয়ার জন্য এরই মধ্যে ঢাকান এসে পৌঁছে গেছেন এ আর রহমান। আজ দুপুরেই হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন ভারতীয় এই সঙ্গীত শিল্পী।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ অনুষ্ঠেয় এই কনসার্টে এ আর রহমানের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শিল্পীগোষ্ঠি মাইলস। এরই মধ্যে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button