অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে হারল বাংলাদেশ
নারী ওয়ানডে ক্রিকেটে তারাই বিশ্বসেরা। চলতি বিশ্বকাপেও নিজেদের প্রথম ৬টি ম্যাচের ৬টিতেই জিতেছে। সেই শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষেই শুক্রবার মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েলিংটনে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে ৪৩ ওভারে ১৩৬ রানের টার্গেট ছুড়ে দেয় টাইগ্রেসরা।
এই স্বল্প রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সালমা বাহিনী। ম্যাচটা অজিরা শেষমেষ ৫ উইকেটের ব্যবধানে জিতলেও একসময় হারের শঙ্কাটাই তৈরি হয়েছিল। তাই ম্যাচ শেষে ধারাভাষ্যকক্ষে থাকা বিশ্লেষকরাও বলেছেন, আপাতদৃষ্টিতে ৫ উইকেট হাতে রেখে অস্ট্রেলিয়ার এই জয়টা শুনতে সহজ হলেও তাদেরকে অনেক কষ্ট করেই জিততে হয়েছে।
মূলত অজিরা ম্যাচটি জিততে পেরেছে বেথ মুনি ও সাদারল্যান্ডের জুটিতে। তাদের দুজনের উইকেট তুলে নিলেই হয়তো ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতো। কারণ ১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অজি নারীরা। এরপর সেখান থেকেই জুটি গড়েন এই দুই নারী ক্রিকেটার। তাদের জুটিতেই জয়ের বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া। তবে এই জয় আদায় করতে বেশ বেগ পেতে হয়েছে অজি নারীদের তা বলার অবকাশ রাখে না।
এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ। অজিদের পক্ষে ৮ ওভার বল করে অ্যাশলে গার্ডনার নেন দুই উইকেট। ৯ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন জেস জোনাসেনও।