সানি লিওনের বাংলাদেশে আগমন, সম্পৃক্ততা নেই তথ্য মন্ত্রণালয়ের
বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশে আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে মন্ত্রণালয়টি। রবিবার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলচ্চিত্র-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চ এর ৫২ নং স্মারকের মাধ্যমে ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট দেওয়া হয়।
কিন্তু পরবর্তীতে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে বলিউড অভিনেত্রী সানি লিওন। তার সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে আরও বলা হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।