জাতীয়

২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ২০২২ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।
বুধবার (২ মার্চ) এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।
তালিকা থেকে প্রাপ্ত সংখ্যা অনুযায়ী দেশের মোট পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। অন্যদিকে নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭।
তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।
আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। সারা দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে দিবসটি। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’।
২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পর এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।
জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সিদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদেরকে এই হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button