আন্তর্জাতিক

ঠান্ডায় জমে ভূমধ্যসাগরে ৭ বাংলাদেশির মৃত্যু: লাশ আসছে শনিবার থেকে

বাংলাদেশ থেকে অভিবাসর প্রত্যাশী ৭ যুবক ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে মৃত্যুবরণ করে। এদের মধ্যে কয়েকজনের মরদেহ আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশে আসছে। পরের দিন রোববার আরেকটি ফ্লাইটে দেশে আসবে আরও কয়েকজনের মরদেহ। তবে কোন ফ্লাইটে কতটি মরদেহ আসবে, তা জানা যায়নি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, ইতালির রোম থেকে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রওনা হয়ে প্রথম ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে শনিবার (১২ ফেব্রুয়ারি)। এছাড়া দ্বিতীয় ফ্লাইটটি লাশ নিয়ে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে রোববার (১৩ ফেব্রুয়ারি)।

গত ২৫ জানুয়ারি ইতালির ল্যাম্পাদুসা দ্বীপে যাওয়ার সময় নিহত এই সাত বাংলাদেশির মধ্যে পাঁচজনের বাড়ি মাদারীপুরে এবং দুজনের বাড়ি সুনামগঞ্জে।

তারা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল, মাদারীপুর সদর উপজেলার বাপ্পী, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সাইফুল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button