বাংলাদেশ নারী বিশ্বকাপ ক্রিকেট দলে করোনার হানা
ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবার আগেই দুঃসংবাদ পেতে হলো নারী দলকে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক ক্রিকেটার ও দুই স্টাফের করোনা ধরা পড়েছে। এর আগে বিশ্বকাপ বাছাইপর্ব শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পরও বেশ কয়েকজন করোনা পজিটিভ হয়েছিলেন। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে নারী উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ। তিনি বলেন, একজন ক্রিকেটার আর দুজন অফিশিয়ালে করোনা পজিটিভ এসেছে। তাদের কোনো উপসর্গ নেই। ৮ দিন পর আমরা তাদের টেস্ট করাব। যদি নেগেটিভ আসে তারা নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে।
করোনা আক্রান্তদের রেখে নিউ জিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে নারী দল। দুপুর ১টা ২০ মিনিটে ফ্লাইট। নিউ জিল্যান্ডে পৌঁছানোর পর ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ হলে মুক্ত হবেন নিগার সুলতানা-সালমারা। এরপর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্প শেষে আইসিসির অধীনে চলে যাবে নারী দল। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জৌতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে মেয়েরা।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।