জেলার খবর

নাসিক নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে ৫ দিন অস্ত্র বহন নিষেধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় আগামী ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যলয়ের (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, ১৪ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮ থেকে ১৮ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিটি নির্বাচনে প্রভাব বিস্তারকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনের নির্দেশনায় ১৪ জন ম্যাজিস্ট্রেট নিয়মিত কাজ করছেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এ সিটির নির্বাচন ইভিএমে হবে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button