টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা সমাপ্ত
আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি-(টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলা সমাপ্ত
টাঙ্গাইলের মধুপুরে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দুই দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান মেলার সমাপ্তি হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মধুপুর উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।
উক্ত মেলায় অংশগ্রহণকারী ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ পর্যায়ে মধুপুর সরকারি কলেজ ১ম স্থান অধিকার করে। ২য় স্থান অধিকার করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। স্কুল পর্যায়ে প্রথম স্হান অধিকার শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ধলপুর উচ্চ বিদ্যালয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকেই সান্তনা পুরষ্কার দেওয়া হয়।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ প্রমূখ।