জাতীয়
ফের শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর
দেশব্যাপী শীত জেঁকে বসলেও আপাতত শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৬ ডিসেম্বর) অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এই মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি থাকবে। ঠাণ্ডা অনুভূত হবে শীতের তীব্রতাও থাকবে। একইসঙ্গে আগামী দু-একদিনের মধ্যে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
এ ছাড়া চলতি মাসের শেষের দিকে দিকে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীতের অনুভূতি একটু বাড়বে।