করোনা মুক্ত হয়েও না ফেরার দেশে পাড়ি জমালেন ডাক্তার সামিরুল।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি-ঃ
করোনা মুক্ত হয়েও না ফেরার দেশে পাড়ি জমালেন ডাক্তার সামিরুল।
বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্ত হয়ে উঠেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক করোনা যুদ্ধের ফ্রন্টলাইন যোদ্ধা চট্টগ্রামের জনপ্রিয় অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার সমিরুল ইসলাম বাবু। ২৩ জুন বুধবার দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করে হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন।
মোহাম্মদ সেলিম জানান, ডা. সমিরুল ইসলাম মেট্রোপলিটনে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসার দেখভাল করতেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসা বোর্ড। ডাক্তার সামিরুল করোনা আক্রান্ত হয়ে প্লাজমা থেরাপী নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তারপরও চিকিৎসক ও শুভানুধ্যায়ীদের সকল চেষ্টা ব্যার্থ করে দিয়ে তিনি সকলকে শোকের সাগরে ভাসিয়ে চিরতরে চলে গেলেন আর কখনো না ফেরার দেশে।
চিকিৎসকরা জানান, ডা. সামিরুল ইসলাম বাবু করোনা আক্রান্ত হয়ে ১১ দিন বাসায় চিকিৎসা নিয়েছিলেন। গত ২১ মে তাঁকে চমেক হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে চিকিৎসা দেয়া হয়। পরে ২৬ মে সকালের দিকে তাঁর অক্সিজেনের সেচুরেশন কমে যায়। তখন তাঁর অক্সিজেনের চাপ বাড়ানো হয়। ওইদিনই চিকিৎসকরা সন্ধ্যা ৭টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে তাঁকে ২৫০ মি.লি. প্লাজমা দেয়া হয়। ৩১ মে রাতে চমেক হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্য দিয়ে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনাকে জয় করলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে পরাজিত হন অর্থোপেডিক্স বিভাগের এই সহযোগী অধ্যাপক।
জানাগেছে, প্লাজমা দেয়ার পরে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন । চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ভালো চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল চট্টগ্রামের বেসরকারী চিকিৎসা প্রতিষ্টান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।