আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবমেরিন দুর্ঘটনায় কমান্ডিং অফিসারসহ বরখাস্ত ৩

যুক্তরাষ্ট্র নৌবাহিনী সমুদ্র তলদেশে পর্বতের সঙ্গে পরমাণু শক্তিচালিত সাবমেরিনের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সাবমেরিনের কমান্ডিং অফিসার, নির্বাহী কর্মকর্তা এবং এক শীর্ষ নাবিককে বরখাস্ত করেছে। এতে বলা হয় গত ২ অক্টোবরের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব ছিল।

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে এ দুর্ঘটনার তদন্তের পর কমান্ডার ক্যামেরন আলজাইলানি এবং অপর দুজনকে বরখাস্ত করা হয়।

গুয়ামে পৌঁছানোর জন্য ইউএসএস কানেকটিকাট সাবমেরিনটি এক সপ্তাহ ধরে সমুদ্র তলদেশ দিয়ে চালানো হয়।

পশ্চিম প্রশান্ত মহাসাগর ভিত্তিক ৭ম ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়, ‘শব্দ তরঙ্গ পর্যবেক্ষণ, বিচক্ষণ সিদ্ধান্ত এবং নেভিগেশন পরিকল্পনা, ওয়াচ টিম এক্সিকিউশন এবং রিস্ক ম্যানেজমেন্টের প্রয়োজনীয় পদ্ধতি মেনে চললে ঘটনাটি প্রতিরোধ করা যেত।’

গুয়ামে সাবমেরিনটির ক্ষয়ক্ষতির মূল্যায়নের পরে এটি মেরামতের জন্য ওয়াশিংটনের রেমারটনে মার্কিন সাবমেরিন ঘাঁটিতে ফিরে আসবে।

গত সপ্তাহে নৌবাহিনী বলেছিল, তদন্তে দেখা গেছে যে সাবমেরিনটি সমুদ্রের তলদেশ দিয়ে টহলের সময় ‘পর্বতে’ আঘাত করেছিল। দুর্ঘটনায় ১১ নাবিক আহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button