বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে আটক-১০
এনামুল হক রাশেদী, বাঁশখালী উপজেলা প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে আটক-১০
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ১,৭৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে এবং গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৩ জন ও এজাহার নামীয় ৪ আসামীসহ মোট ১০ জনকে আটক করা হয়।
৪ নভেম্বর’২১ ইং বৃহস্পতিবার দিবা-রাত্রি ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশের পৃথক পৃথক টিম বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এসব আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোহাঃ জসিম উদ্দিন(৩১),পিতা-মৃত আহম্মদ হোসেন, সাং-বাইশারী, থানা-নাইক্ষনছড়ি, বান্দরবান, মোহাঃ আবু ছিদ্দিক (২২), পিতা-মৃত ফজলুল হক, সাং- মোহাম্মদপুর, ছোট মহেশখালী, থানা-মহেশখালী ও মোহাঃ জিন্নাহ (২২), পিতা-রশিদুল্লাহ, সাং-জাদিমুড়া, ব্রিটিশপাড়া, থানা-টেকনাফ, উভয় জেলা-কক্সবাজার এই ৩ জনকে ১,৭৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মোহাঃ ইদ্রিস (৪৬), পিতা-মৃত আ:রশিদ, সাং-দক্ষিণ চাম্বল, ৫নং ওয়ার্ড, চাম্বল ইউপি থানা বাঁশখালী, মিশকাত (৫০), পিতা-আবু ছাদেক, সাং-ছনুয়া,৭নং ওয়ার্ড, ছনুয়া ইউপি, থানা বাঁশখালী ও মাহমুদুল ইসলাম(৩৫), পিতা-শাহ আলম, রঙ্গিয়াঘোনা, ৮ নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, থানা বাঁশখালী এই ৩ জন নিয়মিত মামলার এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়।
আব্দুল করিম(২২), পিতা-নশু মিয়া, সাং-উত্তর জলদী, লস্কর পাড়া, থানা বাঁশখালী, মোহাঃ জালাল উদ্দিন (৩৯) পিতা-মৃত মফজল আহম্মদ চৌধুরী, সাং-রত্নপুর, রমজান আলী চৌধুরী বাড়ী,৩নং ওয়ার্ড,বাহারছড়া ইউপি, থানা বাঁশখালী, মোহাঃ করিম উল্লাহ (৩৫), পিতা-মোহাঃ আহম্মদ করিম, সাং-মহুরী পাড়া, ২নং ওয়ার্ড, সরল ইউপি, থানা বাঁশখালী ও মোহাঃ মোরশেদুল করিম, পিতা-মৃত জাফর আহমদ, সাং-দক্ষিন সরল, সরল ইউপি, থানা বাঁশখালী এ ৪ জনকে সহ সর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হাজির করে কারাগারে প্রেরন করা হয় বলে বাঁশখালী থানা সূত্রে জানা যায়।
মাদক কারবারি, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানাভূক্ত দির্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেফতারে বাঁশখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন সহ পুলিশের ভূয়শি প্রশংসা করেছে এলাকাবাসী। এলাকার সুশীল সমাজের মতে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল করতে চিহ্নিত অপরাধী ও পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, বাঁশখালীতে মাদক কারবারি, এলাকার চিহ্নিত সন্ত্রাসী কিংবা যেকোন অপরাধে অপরাধী সব ধরনের অপরাধের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজ ১০ জন আসামী গ্রেপ্তার করা হলো। মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান হিসেবে বাঁশখালী থানার পুইছড়ি সীমান্ত এলাকায় একটি টিম সারাক্ষণ কাজ করছে বলে জানান ওসি কামাল উদ্দিন এবং প্রতিটি ইউনিয়ন ভিত্তিক বাঁশখালী থানার পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সার্বক্ষনিক সক্রিয় রয়েছে বলে জানান তিনি।