জাতীয়স্বাস্থ্য ও চিকিৎসা

তৃতীয় ধাপে চট্টগ্রামে পৌঁছেছে ফাইজারের টিকা

চট্টগ্রামে আরও ৫৮ হাজার ৫শ ডোজ ফাইজারের টিকা চট্টগ্রামে এসে পৌছেছে। গতকাল বুধবার (০৩ অক্টোবর) রাত ৯টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ফ্রিজার ভ্যানে আনা হয় এসব টিকা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, বুধবার রাতে তৃতীয় ধাপে আসা ভ্যকসিনগুলো কার্যালয়ের ইপিআই সেন্টার হাউজে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। যা পরবর্তীতে নির্দিষ্ট কেন্দ্রে সরবরাহ করা হবে।

এর আগে ১১ অক্টোবর প্রথমবারের মতো আমেরিকা থেকে চট্টগ্রামের মানুষের জন্য ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা আসে। ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগরে ফাইজারের টিকাদান শুরু হয়।

দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৭২০ ডোজ ফাইজারের টিকা চট্টগ্রামে আসে গত ২৬ অক্টোবর। নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হয়।

তবে এই দুই কেন্দ্রের বাইরে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল কেন্দ্রেও ফাইজারের টিকা দেওয়া হয় বলে জানা গেছে। আগামী সপ্তাহে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে তৃতীয় ধাপে আসা ফাইজারের টিকাগুলো ব্যবহার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button