জেলার খবর

যশোরের বেনাপোলে ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

এসএম স্বপন, জেলা প্রতিনিধি-(যশোর)

যশোরের বেনাপোলে ১০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১০ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস, সাবান চকলেট সহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বেনাপোল কাস্টমস সদস্যরা।

বুধবার (০৩ নভেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বিএসটিআই শর্তযুক্ত ভারতীয় এসব পণ্য জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রী বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য নিয়ে চেকপোস্ট ইমিগ্রেশনে অবস্থান করছে। এমন গোপন খবরে, চেকপোস্ট ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় সন্দেহজনক ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন প্রকার কসমেটিক, চকলেট, সাবান সহ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা বলে তিনি জানান।

এসব পন্যগুলা বিএসটিআই অন্তর্ভুক্ত পণ্য। জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। এবং এবিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে বলে জানান রশিদ মিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button