জেলার খবর

বগুড়ার সোনাতলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী

২রা নভেম্বর অনুষ্ঠিত বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু বিশাল ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৯৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী পেয়েছেন ৫ হাজার ২২১ ভোট। এছাড়াও অপর স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে সাকিল রেজা বাবলা পেয়েছেন ১ হাজার ২৮৬ ভোট।

নির্বাচনে ১৪ হাজার ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ভোটের হার ৭৪.৪১শতাংশ। প্রথমবারের মতো ইভিএমে এ ভোট অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ও সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সোনাতলা পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১ নং ওয়ার্ডে নিপুন আনোয়ার কাজল, ২ নং ওয়ার্ডে তরিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে রেজাউল করিম, ৪ নং ওয়ার্ডে হারুন অর রশীদ, ৫ নং ওয়ার্ডে তাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিক রবিউল খান, ৭ নং ওয়ার্ডে মশিউর রহমান রানা, ৮ নং ওয়ার্ডে জামাল উদ্দিন তালুকদার, ৯ নং ওয়ার্ডে জাফর ইকবাল চপল।

এছাড়াও ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলছুম বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে কোহিনুর বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে এ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button