ঢাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাশ, সম্পাদক সোহান
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি আকাশ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সোহান।
রোববার (৩১ অক্টোবর) ঢাবি শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন, প্যারিসে অবস্থান করবেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এতে আরও বলা হয়, উল্লেখিত সময়ে অথবা দেশে ফেরার আগ পর্যন্ত ছাত্রলীগের অনুমোদনক্রমে ও ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আকাশ সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে হোসাইন আহমেদ সোহান দায়িত্ব পালন করবেন।