চীন, ইতালি এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশেই করোনা ভাইরাসে বেশিরভাগই পুরুষ মারা যাচ্ছে। কিন্তু ভারত এবং কিছু মার্কিন বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, ২০ মে পর্যন্ত ভারতে আক্রান্তদের মধ্যে ৩ দশমিক ৩ শতাংশ নারী এবং ২ দশমিক ৯ শতাংশ পুরুষ মারা গেছে। ৪০ থেকে ৪৯ বছরের আক্রান্ত নারীদের ৩ দশমিক ২ শতাংশের মৃত্যু হয়েছে। এই বয়সের পুরুষ মারা গেছে ২ দশমিক ১ শতাংশ। ৫ থেকে ১৯ বছর বয়সের কেবল নারীরাই মারা গেছে।
ভারতে এক দিনে ১৪ হাজার ৮২১ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। এ নিয়ে মোট মারা গেল ১৩ হাজার ৬৯৯ জন।
করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনে গত মার্চ মাসের পর এই প্রথম সবচেয়ে কম সংখ্যক মানুষ মারা গেছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২৪ ঘণ্টায় মারা গেছে ১৫ জন। সব মিলিয়ে মারা গেছে ৪২ হাজার ৬৪৭ জন আর ৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা মনে করছেন, দেশটিতে এখন করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে। গতকাল তারা বলেছেন, ২৪ ঘণ্টায় ১৭ জনকে শনাক্ত করা হয়েছে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউরোপের বেশিরভাগ দেশ থেকে আসা পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে স্পেন।