ধামরাইয়ে ১৫ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জমা দিলেন যারা
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে ১৫ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জমা দিলেন যারা
ঢাকার অদূরে ধামরাই উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রবিবার (১৭ই অক্টোবর-২০২১) ধামরাই উপজেলার
সোমভাগ ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজহার আলী ও সতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন, ইমরান খান প্রমূখ প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ধামরাই ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আজ শেষ দিনে রবিবার (১৭ই অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সাক্ষরিতসহ নৌকা প্রতিকের নমিনেশন ফর্মটি রিটার্নিং অফিসার জনাবা আয়শা আক্তার (উপজেলা নির্বাচন অফিসারের) কাছে জমা দিয়েছে ধামরাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন।
এ’ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হারুন অর রশিদ (রোকন),ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এছাড়াও উক্ত ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে যথাক্রমে-হাজী আমজাদ হোসেন, মহসিন মিয়া,, মশিউর রহমান, এনায়েত হোসেন, আব্দুল হাদী।
নান্নার ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আবুল বাশার ও নান্নার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ,আলতাফ হোসেন মোল্লা।
রোয়াইল ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কাজিম উদ্দিন খান,সতন্ত্র প্রার্থীগন- ,শামসুল ইসলাম ,আবুল কালাম শামসুদ্দীন (বর্তমান চেয়ারম্যান), আতিকুর রহমান প্রমূখ প্রার্থীগন মনোনয়ন জমা দিয়েছেন।
সুয়াপুর ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে
চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী কফিল উদ্দিন, সতন্ত্র প্রার্থীগন
মাহফুজুর রহমান, আনোয়ারুল হক খান, হাফিজুর রহমান,ওবায়দুল্লাহ খান প্রমূখ প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সতন্ত্র প্রার্থী হিসেবে মনিরুল হক, আব্দুর রহমান, মোঃ আমজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল কাদের।
সানোড়া ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সতন্ত্র প্রার্থী-আল মামুন আজাদ,শাহাদাত হোসেন প্রমূখ প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কুশুরা ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী বেনজির আহমেদ মুকুল,মোল্লা ওমর, মোহাম্মদ মিন্টু ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ নুরুজ্জামান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাইশাকান্দা ইউনিয়ন পরিষদ এর আসন্ন ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন, শামিম রহমান ফারুক, মাসুদ খান ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান প্রমূখ প্রার্থীগন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।