ব্রিটেনে ৪৩ হাজার মানুষকে করোনার ভুয়া রিপোর্ট প্রদান
করোনার ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মিলেছে যুক্তরাজ্যে। শুক্রবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসএ) জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইমেনসা হেলথ ক্লিনিকের ল্যাব থেকে ভুয়া রিপোর্ট দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সেখানকার বাসিন্দাদের।
স্বাস্থ্য সুরক্ষার কর্তৃপক্ষ জানিয়েছে, মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিকে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ইউকেএইচএসের পাবলিক হেলথ বিভাগের পরিচালক উইল ওয়েলফেয়ার রয়টার্সকে বলেন, ‘আমরা ওই ল্যাবে অনুসন্ধান করেছি। এলফডি কিংবা পিসিআর পরীক্ষার কিটে কোনো সমস্যা অনুসন্ধানে পাওয়া যায়নি।’
তদন্ত চলা অবস্থায় ওই ল্যাব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। করোনার মতো স্পর্শকাতর বিষয়ে এমন ভুয়া ফল প্রদানের ঘটনাকে অপ্রত্যাশিত বলছেন অনেকে।