বগুড়ার সোনাতলায় দুর্গা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করলেন পুলিশ সুপার
বিকাশ চন্দ্র স্বর্নকার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় দুর্গা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করলেন পুলিশ সুপার
বগুড়ার সোনাতলায় উপজেলা রাম নারায়ন বিহানী কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
১২ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় তিনি উক্ত মন্দিরে পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঙ্কজ কুমার সাহা। প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম তার বক্তব্যে বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার।
আরো বক্তব্য রাখেন ওই মন্দিরের সম্পাদক শুশীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, জেলা পরিষদ সদস্য জিয়াউল করিম শ্যাম্পো, মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, জেলা মাইনোরটি ওয়াচের সভাপতি (মানবাধিকার কর্মী) বিকাশ চন্দ্র স্বর্ণকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দিলিপ কুমার গুপ্ত।
উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, শিবগঞ্জ -সোনাতলা সার্কেল, সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, তানভীর আহম্মেদ, নিপুণ আনোয়ার কাজল, নবীন আনোয়ার কমরেড প্রমুখ।