১৪ দিনের জেল হাজতে শাহরুখপুত্র আরিয়ান
মাদককাণ্ডে বন্দি শাহরুখপুত্র আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি’র হাত থেকে মুক্ত করে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের আদালত। এরই মধ্যে অন্তর্র্বতী জামিনের আবেদন করা হয়েছে।
সোমবার পর্যন্ত আরিয়ানকে তাদের হেফাজতে রাখতে বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে আবেদন করে এনসিবি। কিন্তু আদালত এই আবেদনে সাড়া না দিয়ে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে, শুনানির আগে আদালতের বাইরে দেখা গেছে শাহরুখ খানের গাড়ি। তার আগে স্ত্রী গৌরীকে সঙ্গে নিয়ে এনসিবি কার্যালয়ে দেখে এসেছেন বিপদেপড়া ছেলেকে।
এর আগে, ২রা অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরিতে মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি। শাহরুখপুত্রকে গ্রেপ্তারের পর থেকেই আবারও সরব বলিউড। সন্তানের বিপদ আর নিজেদের দুঃসময়ে শাহরুখ ও গৌরী খানের পাশে দাড়িয়েছে গোটা বলিউড।
আপাতত সব শুটিং স্থগিত করেছেন শাহরুখ। অজয় দেবগনের সঙ্গে একটি বিজ্ঞাপনে শুটিংয়ের কথা ছিল তার। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’ সিনেমার গানের শুটিং করতে স্পেনে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন শাহরুখ। শুক্রবার গৌরী খানের জন্মদিন হলেও সব আয়োজন আপাতত বন্ধ। ব্যবসার কাজে বিদেশ সফরও বাতিল করেছেন তিনি।