আন্তর্জাতিক

৫৬ যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশসীমায় চীনের মহড়া

তাইওয়ানের আকাশসীমায় এ যাবৎকালের সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে চীন। তাইওয়ান জানিয়েছে, সোমবার (৪ অক্টোবর) চীনের বিমান বাহিনীর ৫৬টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে। ক্ষুদ্র এই দেশটির আকাশসীমায় চীনা বিমান বাহিনীর এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।

মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

বিবিসির খবরে বলা হয়, বিশ্লেষকরা এ ঘটনাকে তাইওয়ানের জাতীয় দিবসের আগে দেশটির প্রেসিডেন্টের প্রতি এক ধরনের সতর্কতা হিসেবে দেখছেন।

চীন তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তাইওয়ান নিজেকে সার্বভৌম দেশ হিসেবে দেখে।

গত এক বছর ধরেই তাইওয়ান বলে আসছে, চীনা যুদ্ধবিমানগুলো তাদের আশপাশে ঘোরাফেরা করছে।

সোমবার চীনের যে যুদ্ধবিমানের বহর দেখা যায় সেখানে ৩৪টি জে-১৬ এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ১২টি এইচ-৬ ছিল। একই দিনে পরে আরও চারটিসহ মোট ৫৬টি যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যায়।

এ ঘটনার পর তাইওয়ানের চীন-নীতি নির্ধারণী প্রধান কমিটি মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি) বলেছে, ‘আমরা বেইজিং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ধরনের অশান্তিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন উস্কানিমূলক কাজ বন্ধের জন্য দাবি জানায়।’

এর জবাবে চীন বলেছে, ‘তাইওয়ানের স্বাধীনতা এখন শুধুই অতীত। তাইওয়ানকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা রুখে দিতে চীন প্রয়োজনীয় সবকিছু করবে। যুক্তরাষ্ট্রের অবশ্যই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদিদের সমর্থন বন্ধ করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button