খেলাধুলা

বিকেলে সাফ চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে নামবে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ (শুক্রবার, ১ অক্টোবর)। পাঁচ দেশের এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের বাংলাদেশের হয়ে এটাই হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট। বারবার ব্যর্থতায় জেমি ডেকে সরিয়ে বসুন্ধরা কিংসকে প্রিমিয়ার লিগ জেতানো এই সফল কোচের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়ার মিশনে।

২৩ জনের দল নিয়ে সাফের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে মালদ্বীপে পা রেখেছে জামাল ভূঁইয়ারা। দক্ষিণ এশীয় প্রতিযোগিতা তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে হতাশার মধ্যে ডুবে আছে বাংলাদেশ। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলে তারা, হেরে যায় ফিলিস্তিন (২-০) ও কিরগিজস্তানের (৪-১) কাছে। টানা সাত ম্যাচ তারা জয়ের দেখা পায়নি। এবার সেই দুর্দশা কাটানোর লক্ষ্য।

২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিল। পরের বছর তারা খেলেছিল আরেকটি ফাইনাল। এরপর দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্সের সূচক ধাপে ধাপে নিচে নামতে থাকে। শেষ চারটি টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স স্রেফ হতাশার। বাদ পড়ে গ্রুপ পর্ব থেকেই।

তবে টুর্নামেন্ট শুরুর আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জ্বরে আজকের ম্যাচে নেই অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জামাল আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, শ্রীলংকার বিপক্ষে ভালো ম্যাচ খেলে আমরা পুরো ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।

বসুন্ধরাকে গত দুটি প্রিমিয়ার লিগ জেতানোর পর এবার জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। ক্লাবের পর এবার আন্তর্জাতিক ফুটবলেও সাফল্যের ব্যাপারে আশাবাদী ব্রুজোন।

৪৪ বছর বয়সী কোচ বলেন, আমাদের দলে যে খেলোয়াড়রা আছে তাদের নিয়েই আমরা আমাদের সামর্থ্য দেখাতে চাই।

জেমির রক্ষণাত্মক ফুটবল সামলে প্রতি-আক্রমণে যাওয়ার কৌশল থেকে এবার বেরিয়ে আসতে চায় ব্রুজোনের বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলেই মনোযোগ তার। এবার দেখার পালা নতুন কৌশলে সাফের দুর্দশা কতটা কাটাতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button