নারায়ণগঞ্জে ব্যাটারীচালিত অটোরিক্সা ছিনতাই, ৬ জন কে আটক করে পুলিশ পিবিআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে ব্যাটারীচালিত অটোরিক্সা ছিনতাই, ৬ জন কে আটক করে পুলিশ পিবিআই
নারায়ণগঞ্জে অটোরিক্সা ছিনতাই চালক কে অপহরণ ও খুনী চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)
নারায়ণগঞ্জ চোরাই অটো রিক্সা উদ্ধার এবং ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় আরো ৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে পিবিআই।
বুধবার ২৯ সেপ্টেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলা।
আসামীদের ভাষ্যমতে, তারা মূলত ৮/১০ জনের একটি গ্রুপ নারায়ণগঞ্জ জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলায় ছিনতাই চক্র অটোরিক্সা-ইজিবাইক,অটো মিশুক ছিনতাই করে থাকে।
উক্ত চক্রটি মূলত ৩টি পদ্ধতিতে তাদের কর্মকান্ড পরিচালনা করে থাকে। ছিনতাই চক্রের সকল আসামীদের গ্রেফতার করার পর তাদের দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া মিশুক অটো রিক্সাটি আসামী আসলাম এবং মনিরের যৌথ গ্যারেজের পেছন থেকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদকালে তারা প্রাথমিকভাবে সাংবাদিকদের জানান,তারা প্রায় ৩ বছর যাবৎ অনুমান ২৫০ এর বেশী ইজিবাইক এবং অটো রিক্সা ছিনতাই করেছে। তদন্তকালে ঢাকা, নারায়নগঞ্জসহ আশে পাশের এলাকাতে আরো ৫ টি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে যেগুলিতে অতিদ্রুতই অভিযান পরিচালনা করা হবে। পুলিশ পিবিআই।
মামলার ভিকটিম উদ্ধারসহ এই চক্রের আরও কোন সদস্য জড়িত আছে কি না তা তদন্ত করে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহন কার্যক্রম অব্যাহত আছে
পিবিআই জানান।