আরো...

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

মো: মাসুম বাবুল, চট্রগ্রাম প্রতিনিধিঃ

এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে অদ্য(২৮ সেপ্টেম্বর) রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর জিইসি মোড়স্থ জিইসি প্যালেসে নগর ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক যুবনেতা ওসমান গণি আলমগীর’র সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের সহ সম্পাদক সাব্বির শাকির এর সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

এ সব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল, ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং জন্মদিনের কেক কাটা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ সুকান্ত ভট্টাচার্য্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম.আর.আজিম।

সভায় আরো বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য যথাক্রমে মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন, যুবনেতা আদনান মাহফুজ সজীব, সাইফুদ্দিন সাইফ, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন পাভেল, হাবিব মিয়া, মনিরাজ, নগর ছাত্রলীগের সহ সভাপতি যথাক্রমে ফরুখ আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, যুবনেতা সাঈদ রহিম, নগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, উপ পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, নগর ছাত্রলীগের নির্বাহী সদস্য কামরুল হুদা পাভেল, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ইফতেখার রশিদ আরিফ, বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি রাহাত ইমরান, চান্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবু, আকবর শাহ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিয়াজ কামাল, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবুর রহমান সজীব, পাহাড়তলী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশ, মহসিন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা ফরহাদ হক, তানজীব আহসান জিবু, এম.ই.এস কলেজ ছাত্রলীগ সামির সাকী, সৈয়দ তুহিন, সুফিয়ান সিদ্দিকী নিলয়, কাজী তারেক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বরেণ্য শিক্ষাবিদ সুকান্ত ভট্টাচার্য্য বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

প্রধান বক্তার বক্তব্যে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চউক বোর্ড সদস্য এম.আর. আজিম গণতন্ত্রের মানসকন্যা বিশ্ব শান্তির অগ্রদূত, জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক, প্রাকৃতিক সব রকমের দুর্যোগ মোকাবেলায় জাতিকে সাহসী হওয়ার শিক্ষা দিয়েছেন। সেই সাহসের পরীক্ষা হয়েছে চলতি দুই বছরে। বাংলার মানুষ সাহসের সঙ্গে কোভিড-১৯ সামলি ছে। প্লাবনে হার মানে নি। ডেঙ্গুও প্রতিরোধ করেছে। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button