শুরু হচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ, সূচি চূড়ান্ত
চূড়ান্ত করা হল শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর সূচি। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসরের খেলা। আর বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে।
এর আগে গত ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত মাঠে গড়ানোর কথা ছিল এলপিএলের চলতি আসর। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ঝামেলা ও অন্যান্য দেশে ঘরোয়া লিগ চলমান থাকায় যথাসময়ে আসরটি আয়োজন করা সম্ভব হয়নি।
এলপিএলে গত বছরের অংশ নিলেও এবারের আসর থেকে বাদ দেওয়া হয়েছে ডাম্বুলা ভাইকিং ও কলম্বো কিংসকে। অর্থ লেনদেনে অসামঞ্জস্যতা ও নানা অভিযোগের ভিত্তিতে এই দুই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়া হয়।
তবে দুইটি দলকে বাদ দিলেও নতুন কোন দলের অনুমোদন দেয়নি আয়োজকরা। তবে নতুন তিনটি দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।
গত বছর পাঁচটি দল নিয়ে আয়োজিত হয়েছিল এসপিএলের প্রথম আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা। টুর্নামেন্ট চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।