জাতীয়
রোহিঙ্গাদের সহায়তা আরও ১৮ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা শরণার্থীদের জন্য শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে দেশটি।
বুধবার (২২ সেপ্টেম্বর) এ ঘোষণা করা হয়। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০১৭ সালের আগস্টের শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাঠানো হয়েছে।
এগুলো শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা, আশ্রয়, দুর্যোগে সাড়া, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধিসহ নানা ক্ষেত্রে দেওয়া হচ্ছে। যোগ করেন তিনি।