মনিরামপুর বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বাড়তি প্রতি কেজি একশত টাকা
আবদুল্লাহ আল মামুন, মনিরামপুর উপজেলা প্রতিনিধি-(যশোর)
মনিরামপুর বৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম বাড়তি প্রতি কেজি একশত টাকা
যশোরের মনিরামপুর উপজেলায় কাঁচা মরিচের দাম বেড়েছে প্রতি কেজি ঝাল একশত টাকা করে বিক্রি করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর বুধবার সকালে সরেজমিনে মনিরামপুর কাঁচা বাজারে ইউসুফ আলীর দোকানে ঝাল ক্রয় করতে গেলে একশত টাকা কেজি দরে ঝাল বিক্রয় করতে দেখা যায়।
ঝালের দাম বাড়তি কেন এবিষয়ে জানতে চাইলে বিক্রেতা জানায় গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় চাষিরা জমিতে যেতে পারছেন না তাছাড়াও ঝাল বেশি দিন রাখলে পচে যায় এই জন্যই একটু ঝালের দাম বেড়েছে। তবে বৃষ্টি কম হলে চাষিরা পর্যাপ্ত পরিমাণে ঝাল তুলে বাজারে আনলে আবার ঝালের দাম কম হয়ে যাবে।
এবিষয়ে আবদুল্লাহ নামে একজন ক্রেতার কাছে জানতে চাইলে তিনি বলেন কাঁচা মালের দাম বাড়ে কমে তবে কাঁচা মরিচ একশত টাকা কেজি এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে বলে আমি মনে করি বর্ষায় অনেকে কাজ কাম করতে পারছে না কর্মহীন হয়ে পড়েছে এই মুহূর্তে কাঁচা মালের দাম বাড়তি খেটে খাওয়া শ্রমিকদের জন্য এত দামে কাঁচা মরিচ তরকারি কেনা কষ্টকর হয়ে যায়।