খেলাধুলা
বিসিবি’র পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন
সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। চলতি মাসের শেষদিকে সম্ভব না হলে অক্টোবরের শুরুতে নির্বাচন আয়োজন করতে চায় বোর্ড।
বিসিবি’র নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন আইসিএবি’র (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশ) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন করবেন।
নির্বাচন কমিশনে বাকি চার সদস্য হিসেবে থাকবেন- বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবি’র আইনী পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।