আষাঢ় শ্রাবণকেও হারমানিয়েছে ভাদ্রের বৃষ্টি
আবদুল্লাহ আল মামুন, মনিরামপু উপজেলা প্রতিনিধি-(যশোর)
আষাঢ় শ্রাবণকেও হারমানিয়েছে ভাদ্রের বৃষ্টি
ভাদ্রের বৃষ্টি আষাঢ় শ্রাবণকেও হারমানিয়েছে মনিরামপুর উপজেলায় প্রচুর বৃষ্টি হওয়ায় নিচু খানা খন্দক সহ বিভিন্ন স্থানে গলা পর্যন্ত পানি বৃদ্ধি পায় এবং বিভিন্ন স্থানে হাঁটু পানি বেঁধে যায়।
এছাড়াও বৃষ্টির পানিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাঁটু পানি বেঁধে থাকে ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের সরেজমিনে গিয়ে দেখা যায় মনিরামপুর উপজেলার পৌর এলাকার বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার মাঠে হাঁটু পর্যন্ত পানি মাদ্রাসার ভেতরে পানি ঢুকে যাওয়ায় ২০ সেপ্টেম্বর সোমবার সকালে মক্তবে বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দেয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন ভাদ্র মাসে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আষাঢ় শ্রাবণেও এমন বৃষ্টি হয়নি গতকাল সারারাত একাধারে বৃষ্টি হওয়ায় মাদ্রাসার মধ্যে পানি ঢুকে যায় এবং মাদ্রাসার চতুরপাশে পানি আর পানি বাথরুমের কুয়া বৃষ্টির পানিতে ডুবে যায় ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে দু একদিন রৌদ্র এবং বৃষ্টি না হলে পানি শুকিয়ে যাবে।