আন্তর্জাতিক
ছয় মাস পর যুক্তরাজ্যে করোনাভাইরাসে একদিনে মৃত্যু ২০০ ছাড়াল
সর্বশেষ গত ৯ মার্চ যুক্তরাজ্যে করোনাভাইরাসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। তারপর ক্রমেই তা হ্রাস পেয়েছে। তবে ৬ মাস পর এসে আবারও মৃত্যুর সংখ্যা দুইশ ছাড়িয়েছে দেশটিতে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৯ মার্চ করোনাভাইরাসে যুক্তরাজ্যের মৃত্যু ছিল ২৩১ জন। এর ঠিক ৬ মাস পর ৭ সেপ্টেম্বর একদিনে ২০৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে প্রায় অধিকাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় আসার পরও শনাক্ত ও মৃত্যু আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৪৮৯ জন। তার আগেরদিন ছিল ৪১ হাজার ৮৮ জন।
এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা শনাক্ত হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ১০৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৮৩ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৫৬ লাখ ৬৭ হাজার ৫০৮ জন।