আন্তর্জাতিক

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় পাকিস্তানি ৩ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ সেনা নিহত হয়েছে। নিহতরা সবাই দেশটির আধা-সামরিক বাহিনীর সদস্য।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি জানিয়েছে, রবিবার একজন আত্মঘাতী বোমা হামলাকারী মোটরবাইকে এসে নিজেকে উড়িয়ে দেয়। এর পরই নিহতের এ ঘটনা ঘটে।

আত্মঘাতী ওই হামলাকারী কোয়েটা শহরের পার্শ্ববর্তী মিয়া ঘুন্দি নামক একটি এলাকায় পাকিস্তানি আধা-সামরিক বাহিনীর চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়। ওই এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে খুবই কাছে এবং সেখানে মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের সংখ্যালঘুরা সবজি কেনাবেচা করেন।

পাকিস্তানের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আজহার আকরাম এএফপি’কে জানিয়েছেন, তিন সেনা নিহতের পাশাপাশি বোমা হামলায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

পুলিশের সন্ত্রাসবিরোধী দফতরের একজন মুখপাত্র হতাহতের এই সংখ্যাটি নিশ্চিত করেছেন।

পাকিস্তানে শিয়া মুসল্লিদের ওপর প্রায়ই হামলার ঘটনা ঘটে থাকে। এছাড়া পাকিস্তানি আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার গার্ডসের সদস্যরাও প্রায়ই বালুচ বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button