জেলার খবর

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নামযজ্ঞ উৎসব ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নামযজ্ঞ উৎসব ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শুক্রবার (৩রা সেপ্টেম্বর২০২১) ভোর সকাল ৬টা থেকে পাইকশা,পলাশ উপজেলার নরসিংদী জেলার পাকইসা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের নাট-মন্দিরে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ভাগবতরপাঠান্তে শুভ অধিবাস অন্তে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সবচেয়ে আনন্দের খবর কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো দুটি ভক্ত সংগঠন এর নেতৃবৃন্দ মধুর নাম কীর্তন শ্রবণ করার জন্য ভক্ত সংঘ বাংলাদেশ, ভক্ত সংঘ ঢাকা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বাংলাদেশের বিভিন্ন স্হান থেকে ভক্তগন নামযজ্ঞ উৎসবে যোগদান করেন।যেন সকল ভক্তবৃন্দের মিলন মেলা,আনন্দের মেলা,সুখ আর পরিপূর্ণ তৃপ্তির মেলা।

কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান ও গঠনতন্ত্র অনুমোদন, শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত নামযজ্ঞ উৎসব অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন-দেশের সেরা উল্লেখ যোগ্য নামসুধা পরিবেশনকারী দল সমূহ-নামপরিবেশনায়:শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায়,খুলনা,বঙ্কুবিহারী সম্প্রদায়,ঢাকা মীরা প্রভুজী সম্প্রদায়,লক্ষীপুর,গোকুল কৃষ্ণ সম্প্রদায়,গোপালগঞ্জ,গোপাল জিউ সম্প্রদায়,সিলেট।

কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের সভাপতি শ্রী ভবতোষ দে, নির্বাহী সভাপতি শ্রী শ্যামল চৌধুরী, ও সাধারণ সম্পাদক সর্বশ্রী- বিপ্লব রায়, প্রেসিডিয়াম সদস্য দয়াল কৃষ্ণ দাস, ভুবন চন্দ্র দাস,রতন বসাক,বিদ্যূৎ কুমার ঘোপ,বিজয় পাল,গৌতম বনিক,অজয় গোস্বামী, ভজন কুমার মিত্র,বিমল মন্ডল, পরিতোষ ঘোষ,স্বপন মিত্র,
মনোরঞ্জন সাহা (সিনিয়র সহ-সভাপতি), রাম প্রসাদ পোদ্দার (উপদেষ্টা),ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যোগদান করেন অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু) এছাড়াও এ’সময় আরো উপস্থিত ছিলেন সর্বশ্রী-জগদীশ দেবনাথ, প্রবীর সাহা,রজত দাস,কার্তিক গুহ,কিরন চন্দ্র বর্মন,নীল কমল রায়,গবিন্দ চন্দ্র দে,সুদেব রায়, পাইকসা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির এর কর্মকর্তা ও অত্র সংগঠনের সহ-প্রচার সম্পাদক দুলাল চন্দ্র দত্ত,পংকজ কুমার দাস,প্রদীপ চন্দ্র মিত্র,নিতাই চন্দ্র দাস সহ কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সকল পর্যায়ের অধিকাংশ নেতৃবৃন্দ ও সদস্যগন এ’অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অভিষেক অনুষ্ঠানে গঠনতন্ত্র নিয়ে সার্বিক আলোচনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। এক আনন্দঘন মিলন মেলায় রুপ নেয়। শপথ গ্রহণ অনুষ্ঠান সকলের অংশ গ্রহণ সুসম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button