ম্যাগসেসাই পুরস্কার পাওয়ার পরদিনই স্বামীকে হারালেন ড. ফেরদৌসী কাদরী
এশিয়ার নোবেল খ্যাত ‘ম্যাগসেসাই পুরস্কার’ পাওয়ার পরদিনই স্বামী অধ্যাপক সালেহীন কাদরীকে হারালেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডিডিআর,বি-এর মিডিয়া ম্যানেজার তারিফ হাসান।
তিনি জানান, ড. ফেরদৌসী কাদরীর স্বামী অধ্যাপক সালেহীন কাদরী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থও হয়েছিলেন। সর্বশেষ রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন।
অধ্যাপক সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি এই বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ছিলেন।
তার নামাজের জানাজা আজ বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।