দিনাজপুরে শ্রমিক ইউনিয়নের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার
দিনাজপুরে ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি আদায়ে আজ বুধবার ১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়। এরপর গতকাল রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা ট্রাক-ট্যাঙ্কলরি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন জানান, ৪ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেনের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ দফা দাবি নিয়ে ২ ঘণ্টা আলোচনা চলে। আলোচনায় ৪ দফা দাবি পুরণের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।