কপিলমুনিতে সিএস ও আরএস রাস্তা নির্ধারণে ইউএনওর নির্দেশে জরিপ কাজ শুরু, দখলবাজরা আতংকে
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
কপিলমুনিতে সিএস ও আরএস রাস্তা নির্ধারণে ইউএনওর নির্দেশে জরিপ কাজ শুরু, দখলবাজরা আতংকে
খুলনা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারে সোমবার ৩০ শে আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার কর্তৃক ভুমি জরিপ কাজ শুরু হয়েছে। এস এস এবং আর এস ম্যাপ অনুযায়ী স্থানীয় ফকিরবাসা মোড় হতে সরকারি রাস্তা নির্ধারণের জরিপ কাজ পরিচালনা করা হয়। এতে আতংকিত হয়ে পড়েছে অবৈধ দখলদাররা।
জরিপ চলাকালীন দেখাযায়, কপিলমুনি বাজার প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদ বিহারী সাধুর রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পদ এখন বেদখল। একইভাবে সরকারি বহু সম্পদ এখন ব্যক্তি মালিকানায় চলে গেছে। অনেক ভূমিদস্যুরা দখলে নিয়ে সেখানে দোকান বাড়ি তৈরী করে দখলে নিয়েছে।এখনও তৎপর রয়েছে অনেক ভূমিদস্যুরা।
বছর পর বছর সরকারি এসব সম্পত্তি জবর দখল করে রেখেছে ভূমিদস্যুরা। সোমবার কপিলমুনি ফকির বাসা মোড় জরিপ চলাকালে সরকারি রাস্তা দখল করে নেওয়া সরকারের কোটি কোটি টাকার সম্পদ বেরিয়ে পড়েছে। এখন বেহাত হতে চলেছে এ সব মুল্যবান সম্পত্তি।
সরকারি সার্ভেয়ার এসএ ও আরএস ম্যাপ দেখে রাস্তার মাপজোপ শুরু করলে দেখা যায় বহু মানুষের দোকানপাট ও ঘরবাড়ি রাস্তার উপরে রয়েছে। প্রশ্ন উঠেছে, রাস্তা সম্প্রসারণে সরকারকে কেন বাড়তি টাকা দিয়ে অন্যের জমি কিনতে হবে। সরকার যদি তার সম্পত্তি উদ্ধার করতে পারে তাহলে রাস্তা প্রশস্তকরণে সরকারকে বাড়তি টাকা দিতে হবে না। অন্যদিকে সরকারের কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার হবে।
এ ব্যাপারে সচেতন মহলের দাবি সরকারের এই শুভ উদ্যোগটি যদি চলমান থাকে এবং সরকারি সম্পত্তি উদ্ধারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে সরকারের শত শত কোটি টাকার সম্পদ উদ্ধার হবে। আর তা না হলে সরকারকে গচ্ছা দিয়ে রাস্তা সহ জমি অধিগ্রহণে বাড়তি টাকা গুনতে হবে।