বগুড়ায় নানান আয়োজনে জম্মাষ্টমী পালিত
বগুড়ায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নানান আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে ।মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটী শুরু হয়।
৩০ আগষ্ট সোমবার বেলা ১২ টায় শহরের নববৃন্দাবন হরি বাসর মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বগুড়া জেলার সহকারী প্রকল্প পরিচালক সত্যজিৎ প্রামানিক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউল হক জেলা প্রশাসক বগুড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ সুপার বগুড়া, উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, শ্যামপদ মুস্তফী প্রধান শিক্ষক বগুড়া জিলা স্কুল, এন সি বাড়ই সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, দিলীপ কুমার দেব সভাপতি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা, সাগর কুমার রায় সাধারণ সম্পাদক পুজা উদযাপন পরিষদ, নিরঞ্জন সিংহ রায় সাধারন সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নববৃন্দাবন মন্দির কমিটির নেতৃবৃন্দ, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা থেকে পাঠ করেন কেন্দ্র শিক্ষক রিমু সাহা। সমবেত প্রার্থনা পরিচালনা করেন কেন্দ্র শিক্ষক জয়ন্ত চক্রবর্তী। এ অনুষ্ঠানে প্রায় ২শতাধীক ভক্ত বৃন্দ এর উপস্থিতিতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশ ও করোনার কারনে স্বাস্থ্য বিধির সমস্ত দিক মেনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।