ইউটিউবে স্পাইডারম্যানের বিশ্ব রেকর্ড
গত কয়েক দিন ধরেই স্পাইডারম্যান জ্বরে কাঁপছে হলিউড। বিশ্বজুড়ে সামাজিক মাধ্যম আর কমিক্সপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মার্ভেল স্টুডিও, কলাম্বিয়া আর সনি পিকচার্সের যৌথ প্রযোজনার সিনেমা স্পাইডারম্যানের নতুন পর্বের ট্রেইলার। ২৪ ঘণ্টার মধ্যেই স্পাইডারম্যান: নো ওয়ে হোমের ট্রেইলার গড়েছে বিশ্ব রেকর্ড। ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার একদিনের ভেতরেই ট্রেইলারটি দেখা হয়েছে ৩৫ কোটি বার। ইউটিউবের ইতিহাসে এটিই কোন সিনেমার ট্রেইলারের সর্বোচ্চ দৈনিক ভিউ। এর আগে এই রেকর্ড গড়েছিল মার্ভেলের আরেক সিনেমা অ্যাভেঞ্জার্স: এন্ডগেম। ২৪ ঘণ্টায় এন্ডগেমের ট্রেইলার দেখা হয়েছিল প্রায় ৩০ কোটি বার।
স্পাইডারম্যানের নতুন পর্বে আগের মতোই মূল চরিত্রে আছেন টম হল্যান্ড। স্পাইডারম্যানের চরিত্রে এটি তার তৃতীয় কিস্তির ছবি। তার বিপরীতে গার্লফ্রেন্ড এমজের চরিত্রে আছেন অভিনেত্রী জেনডায়া। যদিও গুঞ্জন রয়েছে এই সিনেমায় আগের দুটি সিরিজের অভিনেতা টবি মেগুইর ও এন্ড্রু গারফিল্ডও ফিরতে পারেন আরও দুই স্পাইডারম্যানের চরিত্রে।
এই ট্রেইলারের শুরুতেই আগের পর্বের খলনায়ক মিস্টেরিও স্পাইডারম্যান তথা পিটার পার্কারের আসল পরিচয় প্রকাশ করে দেন। এরপর নানান সমস্যা এমনকি পুলিশের মামলার মুখে পড়েন পিটার। আর তাই এভেঞ্জার্সের আরেক চরিত্র ডক্টর স্ট্রেঞ্জকে সঙ্গে নিয়ে নিজের অতীত বদলে ফেলার চেষ্টা করেন এই স্পাইডারম্যান। তবে ডক্টর স্ট্রেঞ্জ ও স্পাইডারম্যান ভুলক্রমে মাল্টিভার্স তথা পৃথিবীর মত কল্পিত ভিন্ন জগতকে বর্তমান পৃথিবীর সময়কালের সঙ্গে মিলিয়ে ফেলায় সেখানকার চরিত্রগুলোর পুনরাবৃত্তির সম্ভাবনা সৃষ্টি হয়। তাই নতুন ট্রেইলারে আগের সিরিজের খল চরিত্রে ডক্টর অক্টাভিয়াস তথা অভিনেতা অ্যালফ্রেড মলিনাকেও ফিরতে দেখা যায়। সেকারণেই নো ওয়ে হোমকে নিয়ে মার্ভেল ভক্তদের জল্পনাকল্পনার শেষ নেই। চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম।