জেলার খবর

ধামরাইয়ের নান্নার- সোয়াপুর) রাস্তার বেহাল অবস্হা,জনদুর্ভোগে হাজার হাজার মানুষ

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ের নান্নার- সোয়াপুর) রাস্তার বেহাল অবস্হা,জনদুর্ভোগে হাজার হাজার মানুষ

রাজধানী ঢাকায় অদূরে ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শুরু হওয়া সড়কের রাস্তার বেহাল অবস্হার কারণে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের।

যে কোন সময় এ’সড়কে চলাচলের সময় দুর্ঘটনা ঘটতে পারে। নান্নার ইউনিয়নবাসী সড়কের বেহাল অবস্হা থেকে মুক্তি চায়।প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেশির ভাগ রাস্তা ভাঙ্গা ও চলাচলের অনুপযোগী হয়ে দাড়িয়েছে। জীবন-জীবিকার প্রয়োজনে তবুও মানুষ ঝুকিঁ নিয়ে
ভাঙ্গা-কর্দমাক্ত রাস্তা ব্যবহার করছে।

নান্নার ইউনিয়নের কুশল দাস বলেন-নান্নার গ্রাম কি তাহলে অভিভাবক ও জনপ্রতিনিধি শুন্য? নিষিদ্ধ একটা গ্রামে পরিনত হতে যাচ্ছে আমাদের এই নান্নার গ্রাম। মাননীয় চেয়ারম্যান মহোদয় দয়া করে এই বেহাল রাস্তাগুলো সংস্কার করার ব্যবস্থা করুন। আপনার নিস্কৃয়তা আমাদের জন্য ঘৃনা ও লজ্জার বিষয়।

নান্নার এলাকাবাসী ধামরাইয়ের অভিভাবক ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করে বলেন মানণীয় সাংসদ আপনি এমপি নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সভা-সমাবেশে বলেছেন আপনার এই পাঁচ বছরের মেয়াদ কালে পঞ্চাশ বছরের উন্নয়ন মূলক কাজ করবেন। আমরা আপনার কথায় বিশ্বাস করি।

হয়তো আপনাকে আমাদের জনপ্রতিনিধিগন আমাদের নান্নার- সোয়াপুর এর বেহাল রাস্তার উন্নয়ন জন্য কিছু বলেননি।
আমরা নান্নারবাসী আপনার কাছে নান্নার-সোয়াপুর দেড় কিলোমিটার রাস্তার উন্নয়ন চাই।

নতুন দয়া করে আমাদের নান্নার- সোয়াপুর সড়কের রাস্তাটি সংস্কার বা নতুন করে কার্পেটিং করে নান্নার-সোয়াপুর ইউনিয়নের হাজার-হাজার মানুষের জন দুর্ভোগ ও কষ্ট থেকে মুক্তি দিন। আমরা নতুন রাস্তা চাই।যে রাস্তা দিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে আমরা নান্নার-সোয়াপুরবাসী চলাচল করতে পারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button