জেলার খবর

সেনবাগে পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যার চেষ্টা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বিজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড বীরনারায়ণপুর গ্রামের হাজী আলতু মিয়া বাড়ির হাজী মোঃ সিরাজ উদ্দিনের প্রতিবন্ধী পুত্র গিয়াস উদ্দিন(৩৫) কে পূর্ব শত্রুতার জের ধরে কাজীরখিল গ্রামের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার জুলেখার তিন ছেলে আবদুল বাসেদ(২৮),মোঃ নোমান(২০) ও রেদোয়ান হোসেন তামিম(১৯) এর নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী দলবদ্ধ হয়ে গাছের লাঠি ও দেশীয় অস্ত্র ধারালো কিরিচ ও চেনী দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে৷

প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের মাথা,নাক ও বাম চোখের উপর পেটে যায় এবং তার স্ত্রী রোকসানা আক্তার সনিও গুরুতর জখম হয়। প্রতিবন্ধী গিয়াস উদ্দিন কে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। এ ঘটনার বিষয়ে জানতে কয়েকজন প্রতিনিধি সরেজমিন গেলে এ ঘটনার সাক্ষী ও এলাকার সমাজপতি সাবেক ইউপি মেম্বার মোঃ মিজানুর রহমান,মোঃ সজল,আহসান উল্যা,জামাল উদ্দিন,আবু তাহের,মোঃ সফি উল্যা,দেলোয়ার হোসেন ও সায়েম জানান, প্রথম আসামী আবদুল বাসেদ প্রতিবন্ধী গিয়াস উদ্দিন কে ১৬ আগস্ট দুপুর আড়াইটার সময় সোলেমান হাজীর বাড়ির দরজায় একা পেয়ে অশ্লীল ভাষায় গালমন্দ ও মারধর করে।

এ ঘটনা ঘটিয়ে উল্টো প্রতিবন্ধী গিয়াস উদ্দিন এর নামে আসামী বাসেদ এলাকার সমাজপতিদের কাছে বিচার দিয়ে সে নিজেই বিচার করবে বলে হুমকি দিয়ে আসে। পরবর্তীতে ঐদিন বিকেল ৪টায় বাদীর বসত ঘরে বাসেদ,নোমান ও তামিম এর নেতৃত্বে ১০-১৫ জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসী আমাদের বিচারকদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।

আমরা এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দাবি করছি।এ ঘটনায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা হয়েছে এবং ঘটনা অধিকতর তদন্তে সেনবাগ থানা কে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button