জেলার খবর
পাইকগাছার কপিলমুনি কপোতাক্ষ নদী থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার কপিলমুনি কপোতাক্ষ নদী থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে কপোতাক্ষ নদী থেকে এক নব জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, কপোতাক্ষ নদীর কপিলমুনি-কানাইদিয়া খেয়াঘাট সংলগ্ন কানাইদিয়া চরে সোমবার সকাল ১০ টার দিকে একটি শিশুর মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। এসময় তারা পুলিশকে খবর দিলে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাশীষ দাশ ও এস আই আঃ আলীম ঘটনাস্থলে যান।
মৃতদেহের স্থান তালা থানার অন্তর্গত হওয়ায় তালা থানাকে অবগত করলে দুপুর ১২ টার দিকে তালা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক দেবাশীষ দাশ বলেন, ‘নবজাতকের মৃতদেহটি নদীর পানিতে ভাসতে ভাসতে চরে এসে বেঁধেছে বলে ধারনা করা হচ্ছে, তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির ব্যাপারে তেমন কিছু জানা যায়নি।