চাটখিল উপজেলা ছাত্রলীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ
নোয়াখালীর চাটখিল উপজেলার নবগঠিত ছাত্রলীগের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম তুষার সহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ২৩ জন নেতা
বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে নেতৃবৃন্দ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চাটখিলে বঙ্গবন্ধুর মুরালবেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে যে অনাকাঙ্খীত ঘটনা ঘটেছে আমরা এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। কিন্তু দুঃখজনক বিষয় উক্ত ঘটনার সাথে চাটখিল উপজেলা ছাত্রলীগ কে জড়িয়ে একটি স্বার্থান্বেসী মহল বিভিন্ন অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। মূলত ঐ ঘটনায় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কোন নেতা জড়িত নয়।
ঐ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম তাৎক্ষনিক স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সেই অনুযায়ী কাজ করে যাচ্ছেন।
অথচ পদ বঞ্চিত ও ছাত্রলীগ নামধারী কিছু অনুপ্রবেশকারী নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং সাংবাদিক সম্মেলনসহ সুশীল সমাজ ও ছাত্র সমাজ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। এমন অপপ্রচারের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নব নির্বাচিত সভাপতি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের মাষ্টার শেষ বর্ষের ছাত্র ও আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং সাধারন সম্পাদক চাটখিল কামিল মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র।
বিবৃতিদানকারী নেতারা হচ্ছেন মো. নিজাম উদ্দিন ভিপি, এইচ.এম আলী তাহের ইভু, মো. বজলুর রহমান (ভিপি লিটন), বেলায়েত হোসেন (লিডার বেলায়েত), এমরুল চৌধুরী রাসেল, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, খোরশেদ আলম, সালাহ উদ্দিন সুমন, রাফী ইমাম রুবেল, রতন চন্দ্র, এইচ এম ফারুক, মো. নুর উদ্দিন উজ্জল, সফিকুল ইসলাম রবিন, মো: রাসেল উদ্দিন রিয়াদ, ফজলে রাব্বি যুবরাজ, মো: স্বপন পাটোয়ারী, গোলাম ছরওয়ার, সাব্বির হোসেন মুনাজ, নুর মোহাম্মদ সুজন, ফয়সাল আল মামুন, জসিম উদ্দিন বাদল, ও ইয়াছির আরাফাত।