ধামরাইয়ে বাস- সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
ধামরাইয়ে বাস- সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের জয়পুরা জোড়া সেতুর পূর্ব পাশে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক ইসমাইল হোসেন (৪২) নিহত হয়েছেন।
সোমবার (১৬ই আগস্ট-২০২১) সকালে ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ’দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেন (৪২) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়েকর ধামরাইয়ের জয়পুরা জোড়া সেতুর পূর্ব পাশে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে গুরুতর আহত অবস্থায় স্হানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সাইয়েন্স হাসপাতালে রেফার্ড করেন।
সেখানে দুর্ঘটনায় গুরুতর আহত ইসমাইল হোসেনকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ’বিষয়ে সাভার হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন দুর্ঘটনা কবলিত যান দুটি থানার হেফাজত আনা হয়েছে। যাত্রীবাহী নীলাচল পরিবহনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।